কিভাবে জন্ম নেয় ধুমকেতু? ধুমকেতু কি?
রাতের আকাশে তারা দেখতে কার না ভালো লাগে। আমরা যখন রাতের আকাশে, তারা দেখি তখন হঠাৎ করে একটি তারাকে এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতে দেখি, এটা খুবি স্বাভাবিক ব্যাপার। কিন্তু বেপারটা স্বাভাবিক হলেও এটা কিন্তু সচরাচর দেখা যায় না। আপনি কি বলতে পারেন ছিটকে জাওয়া বস্তুটা কি?? একদম ঠিক ধরেছেন এটা হলো উল্কা। …