Thursday , July 29 2021

অশ্রুসিক্ত নয়নে কানাডার সেই নিহত মুসলিম পরিবারকে বিদায়বর্তমান বিশ্বে মুসলমানদের সংখ্যা প্রায় ১৫০ কোটি। এটা মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ। আজকের বিশ্বে মানুষ হাজারো সমস্যায় জর্জরিত। এ সমস্যা থেকে মুক্তির পথ কী? এটা আজ সব মহলেরই প্রশ্ন। অপরদিকে, মুসলিম জগৎ আজ পৃথিবীর এক বিরাট শক্তি হওয়া সত্ত্বেও তাদের সমস্যার অন্ত নেই। এর কারণ কী? প্রশ্ন থেকেই যায়।


নতুন খবর হচ্ছে, কানাডার নিহত মুসলিম পরিবারের চার সদস্যের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। এ সময় নিহতদের শেষ বিদায় জানাতে অশ্রুসিক্ত নয়নে অসংখ্য মানুষ উপস্থিত হন। গতকাল শনিবার (১২ জুন) বিকেলে লন্ডনের অন্টারিওতে ইসলামিক সেন্টার অফ সাউথওয়েস্ট-এ নিহতদের জানাজা সম্পন্ন হয়।


নিহতদের মরদেহ কানাডার জাতীয় পতাকায় আবৃত রাখা হয়। জানাজার অনুষ্ঠানে দেশটির সরকারি-বেসরকারি বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত হয়ে নিহতের প্রতি গভীর শোক প্রকাশ করেন।